Sat. Mar 28th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ“ এর সভা অনুষ্ঠিত 

1 min read

আটলান্টিক কাউন্টি থেকে সুব্রত চৌধুরী – আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ“ এর সভা গত ষোল জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়।স্টেল মেনর শহরে অবস্থিত সামরিক যাদুঘরের সভা কক্ষে অনুষ্ঠিত সভা  সঞ্চালনা করেন যাদুঘরের প্রশাসক কিম্বারলি ব্রাউন।                                                                     সভায় পর্ষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্টির ফ্রি    হোল্ডার  জন রিসলি, সুব্রত চৌধুরী,মাইকেল কুল, গেব্রিয়েল জে ডোনিও, সেলেসথা ফারনান্দেজ, রেজিনা বেল। এছাড়া পরামর্শক হিসাবে সভায় উপস্থিত ছিলেন রাচেল ডিউকম্যান।

সভায়   পরামর্শক   পর্ষদ এর একমাএ এশিয়ান আমেরিকান   সদস্য সুব্রত চৌধুরী বলেন, আটলান্টিক কাউন্টি বহুজাতিক জনগোষ্ঠীর গৌরবোজ্জল     সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ। এই জনপদের বহুজাতিক জনগোষ্ঠীর গৌরবোজ্জল  সংস্কৃতির প্রচার ও প্রসারে তিনি বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন কর্ম পরিকল্পনা গৃহীত হয়  ।                                      এছাড়া  সভায় অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা আটলান্টিক কাউন্টির প্রাচীন “সংস্কৃতি ও ঐতিহ্য” সংগ্রহ, সংরক্ষন ও প্রসার সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন  স্বল্প  ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গৃহীত হয়।                                            যাদুঘরের প্রশাসকের ধন্যবাদসূচক বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.