Mon. Nov 18th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আটলান্টিক সিটিতে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত

1 min read

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – গত ২০ আগষ্ট,২০১৯, মংগলবার আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর যৌথ উদ্যোগে “ঈদ পুর্নমিলনী” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ অনুষ্ঠিত “ঈদ পুর্নমিলনী”র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বারবি কিউ পার্টি, শুভেচ্ছা বিনিময়,জম্পেশ আড্ডা, ইত্যাদি ।ঐদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত “ঈদ পুর্নমিলনী” অনুষ্ঠান এর কার্যক্রম চলে।
ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক,সংগঠনের প্রাক্তন সভাপতি জহিরুল ইসলাম বাবুল প্রমুখ।
ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের লোকজন যোগ দেওয়ায তা প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিনত হয়।


এই অনুষ্ঠানে বিগত বাংলাদেশ মেলার আয়-ব্যয়ের হিসাব দাখিল করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর নেতৃবৃনদ বাংলাদেশ কমিউনিটির লোকজন ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যোগদান করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.