Wed. Nov 20th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আটলান্টিক সিটিতে নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক কমিটি গঠিত

1 min read
মঙ্গলবার সন্ধ্যায়   নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত   নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর  এক সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে   সংগঠনের  নয়  সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 

আহ্বায়ক – আমিনুর রাহমান,যুগ্ম আহ্বায়ক- আমিরুল ইসলাম টফি, মমিনুল হক মামুন,সদস্য সচিব – সাখাওয়াত হোসেন,যুগ্ম সদস্য সচিব – শাহরিয়ার আহমেদ
সন্মানিত সদস্য বৃন্দ -ইকবাল হোসেন,আব্দুল কাদের,আনোয়ার হোসেন,খায়রুজ্জামান শামীম।
   সংগঠনের  নেতৃবৃন্দ জানিয়েছেন,  নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর এই আহবায়ক কমিটি পরবর্তীতে সুবিধাজনক  সময়ে সংগঠনের পূর্ণাংগ  কমিটি গঠন করবে ।
তাঁরা আরো জানিয়েছেন, নিউজার্সি বিএনপি সমর্থক গোষ্ঠীর   আহ্বায়ক কমিটি ও খালেদা জিয়া মুক্তি সংগ্রাম পরিষদ যৌথভাবে আটলান্টিক সিটিতে বিএনপির  কর্মসূচি পালন করবে ।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.