Fri. Nov 22nd, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আটলান্টিক সিটিতে ২২ ও ২৩ আগষ্ট শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে

1 min read

 

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী –

 

 

সনাতন ধর্মের প্রবক্তা ও প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথিই “ শুভ জন্মাষ্টমী”।

 

 

 

মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ‘শুভ জন্মাষ্টমী’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় আড়ম্বর-আনুষ্ঠানিকতায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ২২ ও ২৩ অাগস্ট, বৃহস্পতিবার ও শুক্রবার  উদযাপিত হবে।

 

 

 

আটলান্টিক সিটির ১০৯, উওর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত শ্রী শ্রী গীতা সংঘের   প্রার্থনা হলে অনুষ্ঠিতব্য জন্মাষ্টমী উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে অধিবাস, দিনব্যাপী মঙ্গলাচারন, নাম কীর্তন, গীতা পাঠ, কৃষ্ণ পূজা, পদাবলী কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশন,ধর্মসভা ইত্যাদি । এসব আয়োজনে গীতা সংঘের সদস্য-সদস্যরা অংশগ্রহন করবে।

 

 

 

বিপুল সংখ্যক প্রবাসী সনাতনী হিন্দু সম্প্রদায় এই জন্মাষ্টমী উৎসবে যোগ দেবেন।তাদের সবার মাঝে মহাপ্রসাদ বিতরন করা হবে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.