Fri. Dec 6th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আবুল মাল আবদুল মুহিতের ঈদুল আযহার শুভেচ্ছা

1 min read

সাবেক অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য,লেখক ও গবেষক, আবুল মাল আবদুল মুহিত মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট সহ দেশবাসী ও প্রবাসী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মুহিত বলেন ঈদুল আযহার সময়ে বাংলদশ সহ বিশ্বের ভিবিন্ন দেশের সামর্থবান লাখো লাখো মুসলিম নর নারীরা সৌদি আরবে গিয়ে পবিত্র হজ্ব পালন করে আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রানপন চেষ্টা করেন।অন্যদিকে কেরবানি হচ্ছে ইসলাম ধর্মে ত্যাগের অন্যতম একটি আদর্শ।মহান আল্লাহর সেই নির্দশনা পালন করতে প্রতিবার এই ঈদে সবায়ই যার যার সাধ্যমত পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন।সুতরাং ধর্মীয় নির্দেশনা অনুযাায়ী ঈদুল আযহা বিশেষ করে মুসলমানদের জন্য বিশেষ শিক্ষা ও গুরুত্ব বহন করে।এ দিবসে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্হা সার্বিক ভাবে ভালো।সম্প্রতি দেশের কোথাও কোথাও ডেঙ্গু জ্বর ও বন্যায় মানুষজনের জীবনকে একটু কষ্টসাধ্য করে তুলেছে,ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিছু লোক মারা ও গেছেন,এদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাদের পরিবার পরিজনের প্রতি এ এম এ মুহিত আন্তরিক সহমর্মিতা জানিয়ে বলেন এ পরিস্হিতি হতে উত্তোরনের জন্য দেশব্যাপী সরকার সতর্কতা জারীর মাধ্যমে পরিস্হিতি গভীর ভাবে পর্যবেক্ষণ করছে।আল্লাহর রহমতে সরকারেরর আন্তরিক প্রচেষ্টা ও জনগনের সচেতনতায় শিগগিরিই এ বিষয়ে সরকার অতীতের মতো সফল হবে। আবুল মাল আবদুল মুহিত বর্তমান সরকারের নেতৃত্বে দেশের চলমান শান্তি,মানব কল্যাণ ও উন্নতি এবং সমৃদ্ধির ধারা অব্যাহত থাকতে সকলের কাছে দোওয়া কামনা করেন।ঈদ মোবারক।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.