Mon. Jan 27th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

আ ন ম শফিক এর মৃত্যুতে আবুল মাল মুহিত এর শোক

1 min read

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক,প্রবীন রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় এ এম এ মুহিত বলেন আ ন ম শফিক আপাদঃ মস্তকে একজন দেশ প্রেমিক রাজনৈতিক নেতা ছিলেন। আওয়ামীলীগের কঠিন দুঃসময়ে সিলেটে আ ন ম শফিক সংগঠনের নেতৃত্ব দিয়েছন এবং অনেক ত্যাগ ও ঝুকি নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন।
তার মৃত্যুতে সিলেটে আওয়ামীলীগ পরিবার একজন সৎ,ত্যাগী,যোগ্য নেতাকে হারালো। আবুল মাল আবদুল মুহিত মহান আল্লাহর কাছে মরহুমের বিদহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ড,আহমদ আল কবির এর শোক
—————————————–
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য,বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্হা সীমান্তীক এর চীফ পেট্রন, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড,আহমদ আল কবির, বর্ষীয়ান রাজনীতিবিদ, আ ন ম শফিকুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,তিনি মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ডেন্টাল হসপিটাল চেয়ারম্যান এস এ মুয়িয এর শোক
———————————————-
ঢাকাস্থ ডেন্টাল হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক এস এ মুয়িয সুজন,সিলেট জেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি,দলের জাতীয় পরিষদ সদস্য, আ ন ম শফিকুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এক শোক বার্তায় তিনি বলেন আ ন ম শফিক একজন সু শিক্ষিত,সৎ ও অ বিচক্ষণ রাজনৈতিক নেতা ছিলেন, তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.