প্রকাশিত:বুধবার, ২৫ নভে ২০২০ ১০:১১
যুক্তরাজ্য অফিস : ব্ল্যাক এশিয়ান এথনিক মাইনরিটি বা বিমিই কমিউনিটি করোনাকালীন সময়ে বেশী ভুক্তভোগী কেন এবং এর প্রতিকার বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২০ ) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ইংল্যান্ডে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন বিভিন্ন কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ।
ক্যাম্ব্রিজের এমপি ড্যানিয়েল জাইচনারের আহবানে ও ক্যাম্ব্রিজ এথনিক মাইনরিটি ফোরামের চেয়ার নাসির উদ্দিনের সার্বিক তত্তাবধানে এতে বক্তব্য রাখেন লেবার পার্টির ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রুপা হক এমপি , বার্নলী মেয়র ওয়াজিদ খান, ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিল আব্দুল জব্বার, কাউন্সিলর বায়জু ভার্কে তিতিয়ালা কেমব্রিজ, ক্রয়েডন কাউন্সিলের প্রাক্তন মেয়র হুমায়ন কবির, কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ ডেপুটি লীডার নিউহাম কাউন্সিল, কাউন্সিলর মঈন কাদেরী বারকিং ডেগেনহাম, ব্রেন্ট কাউন্সিলের প্রাক্তন মেয়র পারভেস আহমেদ, কাউন্সিলর এলিছা মেছচিনি, কাউন্সিলর জেবিরা হুসেন, জন লেহাল, কাউন্সিলর আনসার আলী পিটারবরাহ কাউন্সিল, ওয়েলস সিটি কাউন্সিলর আলী আহমেদ আলেক্স মেয়ার সাবেক ইঊরোপিয়ান পার্লামেনট সদস্য কাউন্সিলর ফয়জুর রহমান প্রমূখ।
ইংল্যান্ডে আয়োজিত এ সেমিনারের প্রধান উদ্দেশ্যে ছিলো বিএমই কমিটির নানা বিষয়ের সমস্যার বিষয়টি তুলে ধরা এবং এর সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহন করা।
করোনার এই সময়ে বিএমই কমিউনিটিতে কেন সবচেয়ে বেশি ভুক্তভোগীর সংখ্যা এ নিয়ে শংকিত উপস্থিত নানা সংগঠনের বক্তারা।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন বিএমই কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে বিষ্যমের শিকার হচ্ছে। এর মধ্যে হাউজিং সমস্যা, সাস্থ্য সমস্যা, বেকারত্ব চরমভাবে বেড়ে যাওয়া, নিম্ন আয়ের মানুষের অর্থনৈতিক বেহাল দশা এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়।
এসময় আলোচনায় অংশ গ্রহন করেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউ কে বিসিএর সভাপতি এম.এ.মুনিম, বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রীর প্রধান উপদেস্টা শাহগীর বখত ফারুক, ইস্ট লন্ডন মসজিদের ডাইরেক্টর দেলোয়ার হুসেন খান, এডিনবার্গ এবং লোথিয়ান আঞ্চলিক ইকুয়ালিটি কাউন্সিলের চেয়ারম্যান ফয়সল চৌধুরী এমবিই, নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই, ডা: আলাউদ্দিন, ডক্টর করিম, সহ সাস্থ্যকর্মীদের মধ্যে যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত জিপি ডা মোশাররফ হোসেন, ডা. মোহাম্মদ আমিন, ডা: সুলতানা কুদরা, ডা: আহমেদ, ইমাম আল মহসিন প্রমূখ।
এনহেইচএস ইংল্যান্ডের রিপোর্টে বিএমই হেলথ নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা হচ্ছে কভিড-১৯ এর মধ্যে বেঁচে থাকার বিশ্লেশনে দেখা গেছে যে লিঙ্গ, বয়স, বঞ্চনা এবং অঞ্চলের প্রভাব হিসাব করে সাদা ব্রিটিশ নৃ-গোষ্ঠীর লোকদের তুলনায় বাংলাদেশী নৃ-গোষ্ঠীর লোকেরা মৃত্যুর ঝুঁকি প্রায় দ্বিগুণ। হোয়াইট ব্রিটিশদের তুলনায় চীনা, ভারতীয়, পাকিস্তানি, অন্যান্য এশীয়, ক্যারিবিয়ান ও অন্যান্য কৃষ্ণজাতীয় লোকের মৃত্যুর ঝুঁকি ১০থেকে ৫০% বেশি।
তাছাড়া বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টে বিএমই কমিউনিটির উপর যে বৈষম্য হচ্ছে তা তুলে ধরা হয়েছে এবং বৈষম্যের মাত্রা বিএমই ডাক্তারদেরকেও ছাড়েনি। আর তাই এ বিষয়ে ব্রিটিশ সংসদে এর জোরালো আলোচানা করা উচিৎ বলে জানান যোগ দেওয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন এলাকার সাংসদগণ এ বিষয়ে আরো জোরালো ক্যাম্পেইনে সবার সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তাব রাখেন ক্যাম্ব্রিজ এথনিক মাইনরিটি ফোরামের চেয়ার নাসির উদ্দিন।
পরিশেষে সেমিনারের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের আয়োজনে সব সময় যোগ দেওয়ার প্রতি গুরুত্ব রেখে বক্তব্য রাখেন ক্যাম্ব্রিজের এমপি ড্যানিয়েল জাইচনার।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com