Thu. Feb 20th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

ইতালির ভারেজে বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

1 min read

ইতালি প্রতিনিধি
ইতালির ভারেজ শহরে প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সংগঠন ভারেজ বাংলাদেশ এসোসিয়েশনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে মহিলাদের তৈরী নানান জাতের দেশীয় পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় একটি হলরুমে এসোসিয়েশনের সভাপতি এনামুল হক রিপন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়ার পরিচালনায় পিঠা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলেট এর ভাইস কনসাল রফিকুল করিম। অনুষ্ঠানের শুরুতে নয়ন চৌধুরীর সঞ্চালনায় অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দরা। পরে অনুষ্ঠানে আগত মহিলাদের পিঠা প্রদর্শন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান মালিথা ,উপদেষ্টা তৈয়ব মিয়া,সুলতান আহমেদ,নুরুল আমিন,সামসুল হক ফরায়েজী,সম্মানিত অতিথি বুর মোহাম্মদ মালেক,কিশোর বণিক,সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন,প্রচার সম্পাদক এমদাদুল হক,সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ,দপ্তর সম্পাদক বাহারুল আলম বাপ্পি প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন হাবিবুর রহমান,খন্দকার লিটন,রাজিবুল ইসলাম ,মো ফারুক,গিয়াসউদ্দিন,আলাউদ্দিন ,রাকিবুল ,নূর হোসেন ,মেহেদী ,আসাদ ,ওয়াসিম,শওকত,রিন্টু ,সাব্বির বিশ্বাস,রিপন মুল্লা ও রুহুল।
প্রবাসের মাটিতে এমন আয়োজনে উপস্থিত অতিথি ও সকল প্রবাসীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের জন্য দেশীয় সকল অনুষ্ঠান আয়োজনের অব্যাহত রাখতে আহ্বান জানানো হয়।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.