Wed. Apr 8th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

করোনায় ফ্রান্সে প্রথম মৃত্যু ৬০ বছরের বৃদ্ধের

1 min read

প্রথমবারের মতো ইউরোপের দেশ ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর খবর জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

বুধবার ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের মহাপরিচালক জেরোম সালমন এ তথ্য জানিয়েছে। সলোমন বলেন, পিটি সালপেটেরি হাসপাতালে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এইটি ফ্রান্সের প্রথম কোন মৃতের খবর।

তিনি আরও বলেন, এছাড়াও পৃথক দুই জায়গায় আরো দুইজন করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত হয়েছেন। এদের একজন হলেন ৫৫ বছর বয়সী ফ্রান্সের নাগরিক, যিনি আমেইনে এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। অপর দিকে স্ট্র্যসবার্গে ৩৬ বছর বয়সী ফ্রেন্স নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এর আগে ইতালির একটি অঞ্চল লোম্বার্ডিতে ছিলেন, যেখানে ২৫০ এর বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

 

প্রসঙ্গত, শুধু ফ্রান্স নয় কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, নেপাল, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও হংকংসহ আরও প্রায় ২৫ দেশে ইতোমধ্যেই ছড়িয়েছে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.