Wed. Apr 1st, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

করোনা থেকে পুরোপুরি সেরে উঠলেন ১০৩ বছর বয়সী বৃদ্ধা

1 min read

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৩ বছর বয়সী এক ইরানি নারী।

এমন এক সময় তার এই সুস্থ হওয়ার খবর এসেছে, যখন বয়স্ক লোকজনের জন্য এই ভাইরাস বেশি ঝুঁকিপূর্ণ বলে বেশি প্রমাণিত হয়েছে।

 

এক সপ্তাহ আগে কেন্দ্রীয় শহর সেমনানে ওই অজ্ঞাত নারী প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার সেমনান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসের প্রধান নাভিদ দানইয়া বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

ইরানে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া দ্বিতীয় বয়স্ক নারী হচ্ছেন তিনি। বার্তা সংস্থা ইরনা জানায়, এর আগে কেরমান থেকে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.