Sun. Oct 20th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

কুমিল্লায় রেল স্টেশনে খাবার পানির প্ল্যান্ট চালু করলো রবি

1 min read

 

 

কুমিল্লা রেলওয়ে স্টেশনে আগত জনসাধারণের  জন্য একটি বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধন করেছে রবি আজিয়াটা লিমিটেড।

 

‘নিরাপদ পানি, সুস্থ জীবন’ কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির (করপোরেট সোশাল রেসপনসিবিলিটি  -সিএসআর) আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরটি।

 

এতে বলা হয়, কুমিল্লা রেলওয়ে স্টেশনে স্থাপিত এই প্ল্যান্টটি ঘন্টায় ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবারহ করতে সক্ষম।

 

বিশুদ্ধ পানির প্লান্টটি ব্যবহারে নারী ও পুরুষের জন্য থাকছে আলাদা আলাদা ব্যবস্থা।

 

এছাড়াও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে আলাদা সুবিধা। ওজুর জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা।

 

প্ল্যান্টের পানি বিশুদ্ধকরণে ওয়াটার এইডের কারিগরি সহায়তায় ব্যবহার করা হচ্ছে মেমব্রেন ও ইউভি ফিল্টার।

 

 

বুয়েট, চুয়েট, কুয়েট, সাস্ট ও পিডব্লিওডির মতো মানসম্মত টেস্ট-ল্যাবরেটরি থেকে পানির মান নিয়মিত পরীক্ষা করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে পানির প্ল্যান্টটি উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

 

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, “দেশ যে আর্থ-সামজিক উন্নয়নের পথে এগিয়ে চলেছে এ পদক্ষেপ তারই প্রতিফলন।

 

“কর্পোরেট দায়বদ্ধতার আওতায় জাতির এই অগ্রগতিতে অংশীদার হওয়ার জন্য রবিকে আমি ধন্যবাদ জানাই।”

 

অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “আমরা ২০১০ সাল থেকে বাংলাদেশ রেলওয়ে ও ওয়াটারএইড বাংলাদেশের সহায়তায় বড় বড় রেল স্টেশনগুলেতে বিশুদ্ধ খাবার পানির প্ল্যান্ট স্থাপন শুরু করি।

 

“আমি গর্বের সাথে বলতে পারি, কর্পোরেট দায়বোধের আওতায় নির্মিত এই প্ল্যন্টগুলো থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন। কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ প্লান্ট স্থাপনের মাধ্যমে কুমিল্লাবাসীর সাথে আমাদের হৃদ্যতা আরো দৃঢ় হলো বলে আমাদের বিশ্বাস।”

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কুমিল্লা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, রবির হেড অফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি শাহেদ আলম, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মো. মেহেদি হাসান, রিজিওনাল ম্যানেজার মো. ইফতেখারুল আলমসহ ওয়াটার এইডের প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসির ডিরেক্টর ড. লিয়াকত আলী।

 

কুমিল্লা রেলওয়ে স্টেশনসহ দেশের মোট নয়টি স্টেশনে বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করেছে রবি।

 

অন্য আটটি প্ল্যান্ট কমলাপুর, ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Copyright © Banglanewsus.com All rights reserved. | Developed By by Positive it USA.

Developed By Positive itUSA