Sat. Dec 7th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

খুলনায় স্বাস্থ্য বিভাগে বদলি বাণিজ্য!

1 min read

খুলনা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) এসএম জাহাতাব হোসেন ও স্টোনো আতোয়ার রহমান টাকার বিনিময়ে  মেতে উঠেছেন বদলি বাণিজ্যে।

 

নিয়মনীতির তোয়াক্কা না করে বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে খুলনা স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। মাত্র ১৭ দিনে ৪১ জনের বদলির ঘটনা ঘটেছে।

 

সূত্র বলছে, একজনকে আর্থিক লেনদেনের মাধ্যমে সুবিধা দিতে গিয়ে অন্যজনকে করা হয় বাধ্যতামূলক বদলি। স্বাস্থ্যখাতে বদলি আতঙ্ক থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। চাপা ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীদের মধ্যে।

 

 

 

পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা দেশের বাইরে অবস্থান করায় দফতরের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহাতাব হোসেন ও স্টোনো আতোয়ার রহমান টাকার বিনিময়ে এ বদলি করাচ্ছেন। অনেক সময় গোপনে ডেকে এনে বদলি ঠেকানো বা সুবিধাজনক স্থানে বদলির জন্য কর্মকতাদের থেকে নিচ্ছেন ৪০-৫০ হাজার টাকা।

 

প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেন বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে কোনো একজনকে সরিয়ে আরেকজনকে বদলি করানো হয়নি। নিয়মানুযায়ী এটি করা হয়েছে।

 

দফতর স্টেনো আতোয়ার রহমান বলেন, খুলনা স্বাস্থ্য বিভাগে বদলি জুন মাস থেকে হচ্ছে। খুলনা জেনারেল হাসপাতালে প্রেষণে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মুন্না খাতুনের প্রেষণাদেশ বাতিল করে ডুমুরিয়ার সাহস ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রে, মিরেরডাঙ্গা আইডি হাসপাতালে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নাসরিন সুলতানা হোলির প্রেষণাদেশ বাতিল করে ডুমুরিয়ার শোভনা ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রে, জেনারেল হাসপাতালে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুজন বিশ্বাসের প্রেষণাদেশ বাতিল করে ডুমুরিয়ার গুটুদিয়া ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রে, টুটপাড়া আরবান ডিসপেন্সারিতে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আলাউদ্দীন হাওলাদারের প্রেষণাদেশ বাতিল করে ডুমুরিয়ার ধামালিয়া ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রে এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অরুপ রতন বিশ্বাসের প্রেষণাদেশ বাতিল করে ডুমুরিয়ার রঘুনাথপুর ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

 

 

 

কিন্তু গত ৯ জুলাই একটি আদেশে ১৭ জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারকে নতুন করে প্রেষণে দেয়া হয়।

 

তারা হলেন- ফুলতলার দক্ষিণ ডিহি উপ-স্বাস্থ্যকেন্দ্রের লিয়া নাছরিনকে খালিশপুর আরবান ডিসপেনসারিতে, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. হারুন অর রশিদকে টুটপাড়া আরবান ডিসপেনসারিতে, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আশরাফুল হককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীপু রানাকে খুলনা জেনারেল হাসপাতালে, বটিয়াঘাটার সুরখালী ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের মুক্তি বিশ্বাসকে খুলনাস্থ পোর্ট হেলথ অফিসে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসএম সাইফুল ইসলামকে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাকোপের লাউডোব ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের নুসরাত জাহান শারমিনকে বটিয়াঘাটার গাওঘরা উপ-স্বাস্থ্যকেন্দ্রে, বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. শাহাজাহান মিয়াকে খুলনা জেনারেল হাসপাতালে, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. মশিউর রহমানকে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসে, মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের দীপ্তি রানী মিরবরকে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসে, রামপাল রাজনগর ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের সানোয়ার ইয়াসমিনকে বাগেরহাট সদর হাসপাতালে, চিতলমারী চরবানিয়ারী ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের মল্লিক আরাফাতকে শরণখোলার তাফালবাড়ী উপ-স্বাস্থ্যকেন্দ্রে, ফকিরহাটের লখপুর ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের শিউলি আকতারকে খুলনা জেনারেল হাসপাতালে, সাতক্ষীরার তালা সদর ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের জোবায়দা খানমকে খুলনা বক্ষব্যাধি ক্লিনিকে, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শারমিন আক্তার তাজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং আশাশুনির প্রতাপনগর ইউপির উপ-স্বাস্থ্যকেন্দ্রের এনামুলকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে পাঠানো হয়।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.