Mon. Jan 27th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

চার দিনের টেস্ট ভালো হলে পক্ষে আছেন স্ট্রাউস

1 min read

আইসিসি ক্রিকেট কমিটির সদস্য মিকি আর্থার বা মাহেলা জয়াবর্ধনে সরাসরি চার দিনের টেস্টের বিপক্ষে কথা বলেছেন। আইসিসি ক্রিকেট কমিটিরই আরেক সদস্য, সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, তিনি জানেন জনমত এই চার দিনের টেস্টের পক্ষে নয়। তবে এতে যদি উপকার হয়, তাহলে এটা অনুমোদন পাওয়া উচিত বলে তিনি মনে করেন।

আগামী মার্চে ক্রিকেট কমিটির বৈঠকে তাদের সামনে উত্থাপিত হবে এই চার দিনের টেস্টের প্রস্তাব। অনিল কুম্বলের নেতৃত্বাধীন এই কমিটি বিষয়টাকে অনুমোদন দিলে এটা যাবে আইসিসি নির্বাহী কমিটির সামনে। ক্রিকেট কমিটি ভেবে দেখবে ৯০ ওভার থেকে বাড়িয়ে ৯৮ ওভারের চার দিনে টেস্ট আয়োজন করা সম্ভব কি না।

 

স্ট্রাউস বলেছেন, তাদের এই প্রস্তাব নিয়ে কাজ করার সময় বৃহত্তর চিত্রটা নিয়ে ভাবতে হবে। তিনি বলছিলেন, ‘আপনি যদি জিজ্ঞেস করেন, টেস্টের দিন কমানোর পক্ষে কত লোক আছে; খুব বেশি লোক পক্ষে পাবেন না। তবে আমার অন্তর বলছে, আমাদের বৃহত্তর চিত্রটা দেখা উচিত। আমাদের ভাবতে হবে যে, টেস্ট ক্রিকেটকে ভবিষ্যতে কীভাবে আরো স্বাস্থ্যকর অবস্থায় দেখা যায়। আর ওখান থেকে কাজ করতে হবে। ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট জনপ্রিয় বলে সারা বিশ্বে এটার অবস্থা ভালো, এমন ভাবার কারণ নেই। অনেক বোর্ড টেস্ট আয়োজন করতে আর্থিক সংকটে পড়ছে।’

 

স্ট্রাউস বলছেন, দর্শক বাড়ানোর ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে চার দিনের টেস্ট কোনো পরিবর্তন না আনলে তিনিও এর পক্ষে নন, ‘আমাদের মনে রাখতে হবে, কেউ কোনো এজেন্ডা নিয়ে এই পরিবর্তনটা আনতে চাইছে না। আমরা শুধু পরিবর্তনের জন্য পরিবর্তন চাই না। এটা যদি আসলেই উপকার না করে, তাহলে এটা করার কোনো অর্থ নেই।’

 

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.