Sun. Nov 17th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

জাপানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

জাপানের মধ্যাঞ্চলে প্রচণ্ড পাতের ফলে সৃষ্ট ভূমিধসের স্তুপ সরাতে উদ্ধার কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে এ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এতে আরো তিনজন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর এএফপি’র।

 

ভিডিও ফুটেজে জরুরি উদ্ধার কর্মীদের দু’টি বাড়ির ধ্বংস্তুপ সরাতে দেখা যাচ্ছে। টোকিও’র দক্ষিণপূর্বের চিবার এ দুই বাড়ি বন্যার পানিতে ভেসে যায়। ওই অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানার মাত্র দু’সপ্তাহ পর এ ঘটনা ঘটলো।

 

কর্মকর্তারা জানান, ওই অঞ্চলে বন্যা ও ভূমিধসে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন বয়স্ক ব্যক্তি রয়েছে। বন্যার স্রোতে ভেসে যাওয়া গাড়ির ভিতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

এদিকে দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, ৪০ বছর বয়সী এক নারীকে জাপানের পূর্বাঞ্চলীয় ফুকুশিমা উপকূলের কাছ থেকে মৃতাবস্থায় উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে পুলিশের ডুবরি বিভাগ কাজ করছে। এদিকে জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে তিনজনের নিখোঁজ থাকার কথা বলা হয়। সূত্র:এএফপি

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.