Thu. Nov 21st, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

জেনারেল ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী

সিলেট :: মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীর ১০১তম জন্মবার্ষিকী রবিবার। জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে, রবিবার সকাল সাড়ে ৯টায় এমএজি ওসমানীর কবরে পুষ্পস্তবক অর্পন, সকাল ১১টায় সিলেটের প্রবেশদ্বার ওসমানী স্মরণীতে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে কোরআনে খতম, বাদ জোহর দরগাহ মসজিদে মিলাদ, দোয়া মাহফিল  ও কবর জিয়ারত।

 

কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য ওসমানীর অনুসারী, শুভাকাঙ্খি, মুক্তিযুদ্ধ ও বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েে স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.