Tue. Jan 28th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ: ৩ দিন পর ভেসে উঠলো লাশ

1 min read

সিলেট: টিকটক ভিডিও বানানোর জন্য সুরমা নদীতে ঝাঁপ দেয়া নিখোঁজ কিশোর সামাদের লাশ তিনদিন পর সুরমা নদীতে লাশ ভেসে উঠেছে।

 

সোমবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি সুরমা নদীতে লাশ ভেসে উঠে। জালালাবাদ থানার ওসি অকিল মুন্সি ও বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে টিকটক ভিডিও বানাতে বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দেয় দুই কিশোর। এদের মধ্যে একজন তীরে ফিরতে পারলেও নিখোঁজ ছিল আবদুস সামাদ নামের অপরজন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি সুরমা নদীতে লাশ ভেসে উঠে। জালালাবাদ থানার ওসি অকিল মুন্সি ও বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে ধীরগতিতে (স্লো-মোশন) টিকটক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ দিলে নিখোঁজ হয় সামাদ। নিখোঁজের তিনদিন পর সামাদের বিশ্বনাথ উপজেলার লামাকাজি সুরমা নদীতে ভেসে উঠে।

 

বিশ্বনাথ থানার ওসি মো. সামছুদ্দোহা বলেন, স্থানীয়দের মাধ্যমে লাশ পাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

 

প্রসঙ্গত, শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক সংলগ্ন তেমুখী এলাকায় শাহজালাল ৩ নম্বর সেতু থেকে টিকটক ভিডিও বানাতে বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দেয় দুই কিশোর। এদের মধ্যে একজন তীরে ফিরতে পারলেও নিখোঁজ ছিল আবদুস সামাদ নামের অপরজন। নিখোঁজ আবদুস সামাদ নগরের বাগবাড়িতে পরিবারের সঙ্গে থাকতো সে। সামাদ ও তার সঙ্গেীয় কিশোর নগরীর দুটি আলাদা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.