Thu. Jan 23rd, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

ডেঙ্গু রোগীদের দেখতে ওসমানীতে মহানগর আ.লীগ নেতারা

1 min read

সিলেট ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীদের দেখতে গেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

শনিবার সকাল সোয়া ১২ টার দিকে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের নেতৃত্বের রোগীদের দেখতে যান সংগঠনের নেতারা।

 

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওসমানীর ২৭ নম্বর ওয়ার্ডের ডেঙ্গু কর্ণারে ভর্তি থাকা রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

 

এসময় বদর উদ্দিন আহমদ কামরান বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। সিলেটেও ওসমানী হাসপাতালে রোগীদের জন্য পৃথক কর্ণার করা হয়েছে৷ তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক রোগীদের সেবা দেয়ার অনুরোধ জানান।

 

এসময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, সম্পাদকমন্ডলীর সদস্য জুবের খান, আজহার উদ্দিন জাহাঙ্গীর।

 

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিলেট স্বাচিপের আহ্বায়ক ডা. রুকন উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ হোসেন রবিন, ডা. বাছিরুল ইসলাম টিপু, সিনিয়র সদস্য ডা. মুজিবুল হক, ডা. হাবিবুল্লাহ সেলিম, সদস্য ডা. সুনির্মল বিশ্বাস, ডা. রাজিব দত্ত, ডা. উজ্জ্বল কান্তি দে, ডা. ফয়সাল আহমেদ মুহিন, ডা. ওয়ালিউর রহমান চৌধুরী, ডা. জহিরুল হাসান খান, ডা. মোহাম্মদ সাদিক।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর ছাত্রলীগের সহ সভাপতি ডা. মাহবুবুর রহমান সজিব, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহবুব হৃদয়, সাধারণ সম্পাদক ডা. শেখ হাসিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রাসেল বিল্লাহ রূপম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খয়ের চৌধুরী, চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক ইবাদুর রহমান।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.