প্রকাশিত:মঙ্গলবার, ০৩ নভে ২০২০ ০৯:১১
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় :
“মুজিব বর্ষের আহবান- যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলায় রোববার (০১ নভেম্বর ২০২০) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিবসটি এ বছরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস নামে পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউসুফ আলী এর সভাপতিত্বে এবং আত্মকর্মী মো: সোলায়মান আলীর সঞ্চালচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: নাফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সুলতানা রাজিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রমূখ। এছাড়া যুব উন্নয়ন উপকার ভোগী হিসেবে বক্তব্য রাখেন মোছা: রুবি বেগম, পল্লী পশু চিকিৎসক মো: মোয়াজ্জেম হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকসহ গনমাধ্যম কর্মীগণ।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাগণ জাতীয় যুব দিবসে অংশগ্রহণ করেন। শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির মাধ্যমে মাঝিপাড়া ডাহুক গুচ্ছ গ্রামের রহিম দুগ্ধ খামার প্রকল্পের মো: আব্দুর রহিমকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com