Mon. Jan 20th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

দল ও কর্মী বান্ধব নেতৃত্বের প্রত্যাশায় সিলেট

1 min read

বহুল প্রতিক্ষিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৪ বছর পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আর পুরো নগরীতে বিরাজ করছে উৎসবের আবহ। তোরণ-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে নগরী। গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। সবমিলিয়ে এক উৎসবের আমেজ।

 

সম্মেলনকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিলেটের আওয়ামী লীগ নেতারা। সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটের ফ্লাইটে সিলেটে আসবেন।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় অনিন্দ্য, অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ।

 

এদিকে, ত্যাগী নেতাকর্মীরা বলছেন, আমরা নিজের আখের গোছানো নয়, দল এবং কর্মীবান্ধব আগামীর নেতৃত্ব চাই। বিগত দিনে যাদের হাতে দল নিরাপদ ছিলনা, তাদেরকে বর্জন করে নিরাপদ নেতৃত্ব নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। দলীয় সভানেত্রীর দৃষ্টি আকর্ষণ করে তৃণমূল নেতৃবৃন্দের দাবি-দলকে বিভাজনের হাত থেকে রক্ষা করা এই মুহুর্তে একটি গুরুত্বপূর্ণ দাবি। তাই যারা বিভাজন সৃস্টি করে কর্মী ও নেতাদের মধ্যে দুরত্ব ঘোচাতে সফল, তারাই নেতৃত্বে আসবে এমনটাই প্রত্যাশা কর্মী ও সমর্থকদের।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.