প্রকাশিত:সোমবার, ১৪ ডিসে ২০২০ ১১:১২
করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে জার্মানিতে। বড়দিন উপলক্ষে তা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
মৃত্যু ও সংক্রমণের লাগাম টানতে তাই আগেভাগেই কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। নতুন ও দ্বিতীয়বারের মতো এই বিধিনিষেধ আগামী বুধবার থেকেই দেশটির সব প্রদেশে কার্যকর হবে।
স্কুল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ থাকবে। নতুন এই লকডাউন ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। খবর সিএনএন ও দ্য টেলিগ্রাফের।
জার্মানিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত বছরের ২৭ জানুয়ারি। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে চলতি বছরের মার্চ মাসে প্রথমে কারফিউ এরপর জুনে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয়।
ইউরোপের অন্যান্য দেশের মতোই চলতি মাসের নতুন করে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। সর্বশেষ পরিসংখ্যানে অনুযায়ী, জার্মানিতে ২০ হাজার ২০০ নতুন আক্রান্ত ও ৩২১ জনের মৃত্যু হয়েছে।
সামাজিক মিথস্ক্রিয়া বেড়ে যাওয়া ও বড়দিনের কেনাকাটা অন্যতম দায়ী বলে উল্লেখ করেছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।
রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ক্রিসমাসের কেনাকাটার সময় একে অপরের সংস্পর্শে আসায় ভাইরাসে সংক্রমণের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে একটা পদক্ষেপ নেয়া জরুরি ছিল।
বিবিসি জানিয়েছে, জার্মানির ১৬টি স্টেটের নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সবশেষ খবর পাওয়া পর্যন্ত জার্মানিতে আরও ২০ হাজার ২শ’ জন সংক্রমিত হয়েছেন এবং ৩২১ জন মারা গেছেন।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com