Sat. Dec 7th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

ধীরে ধীরে সুস্থ হচ্ছেন লতা মঙ্গেশকর

1 min read

একটু একটু করে স্থিতিশীল হচ্ছে লতা মঙ্গেশকরের অবস্থা। সোমবার রাত ২টা নাগাদ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই গায়িকাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

 

সেইসঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়ে যায় তাকে সুস্থ করে তোলার চেষ্টা। চিকিত্সকদের ক্রমাগত চেষ্টার ফলে অবশেষে সুস্থ হয়ে উঠতে শুরু করেন সুর সম্রাজ্ঞী।

 

বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। বুকে সংক্রমণের জন্যই প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তার। বয়সের কথা মাথায় রেখেই চিকিত্সকরা তাকে শিগগির সুস্থ করে তোলার চেষ্টা শুরু করেন। অবশেষে সোমবার দুপুর থেকে লতাজির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে বলে খবর। আপাতত ভেন্টিলেটরেই রাখা হয়েছে তাকে।

 

লতা মঙ্গেশকরের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই উত্কণ্ঠা চোখে পড়ে তার ভক্তদের মধ্যে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা শুরু করেন পুরো দেশের।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.