Fri. Nov 22nd, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নদী আর গাছের পাশে কঙ্গনা

বলিউড তারকা কঙ্গনা রনৌত কিছুদিন পরপর নানা কিছু করে আলোচনায় থাকেন। তবে তাঁকে যতই ঝগড়াটে আখ্যা দেওয়া হোক না কেন, সামাজিক আর পরিবেশগত বিভিন্ন ইস্যুতে বরাবরই তাঁর জোরালো কণ্ঠস্বর শোনা গেছে। তিনি ইশা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত। নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম করেন। শারীরিক, মানসিক ও আত্মিকভাবে সুস্থ থাকার জন্য গুরুর শিক্ষা, আদর্শ আর পরামর্শ নাকি তাঁকে বদলে দিয়েছে। গুরু তাঁকে বলেছেন বেশি বেশি গাছ লাগানোর জন্য সবাইকে অনুরোধ করতে। টেকসই উন্নয়নের জন্য কৃষি বনায়নের কোনো বিকল্প নেই।

 

প্রাথমিকভাবে কঙ্গনা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি তাঁর আয়ের একটা অংশ গাছ লাগানোর জন্য ব্যয় করবেন। আর আজ শনিবার তিনি ইশা ফাউন্ডেশনকে ৪২ লাখ রুপি দান করেছেন। ভারতের অন্যতম প্রধান নদী কাবেরীর অববাহিকায় গাছ লাগাতে এই অর্থ ব্যয় হবে। এর ফলে নদীর বাস্তুসংস্থান সম্পূর্ণ হবে। এই অর্থ দিয়ে প্রায় এক লাখ গাছের চারা রোপণ করা হবে। কঙ্গনা রনৌত সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে তাঁদের সামর্থ্য অনুসারে এই ফান্ডে অর্থ দান করার আহ্বান জানিয়েছেন।

 

দীর্ঘদিন ধরে ভারতের তৃতীয় বৃহত্তম নদী কাবেরী নিয়ে চলছে দাঙ্গা, রেষারেষি। কর্ণাটক, তামিলনাড়ু ও কেরালা রাজ্যগুলো বিভিন্ন কারণে এই নদীর ওপর নির্ভরশীল। মাত্রাতিরিক্ত ব্যবহার আর অপব্যবহারে এই বিশাল নদী আজ ভালো নেই। সবাই অভিযোগ করছে, নদী থেকে পানি পাচ্ছে না কেউ। তাই কাবেরীকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন কঙ্গনা। বলেছেন, ‘নদী আমাদের জীবনের সঙ্গে জড়িত। চেন্নাইয়ের খরা দেখে লিওনার্দো ডিক্যাপ্রিও উদ্বেগ প্রকাশ করেছেন। আর আমি যদি নিজের দেশের সমস্যা নিয়ে বিচলিত না হই, তাহলে তো লজ্জায় মরে যাওয়া উচিত!’

 

কঙ্গনা উপস্থিত সবাইকে বছরে একবার মাত্র ৪২ রুপি দান করতে বলেছেন। আরও বলেছেন, দেশের জনসংখ্যা ১৩০ কোটি। সবাই যদি প্রতিবছর একটি করে গাছ লাগায়, তাহলে বদলে যাবে দেশ। তিনি আরও বলেন, ‘জ্বলছে আমাজন। কোটি কোটি গাছ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমরা কেবল ভয় পাচ্ছি। কিন্তু আসুন, আমরা সবাই মিলে ভয় না পেয়ে গাছ লাগাই। আমি আশা করি না, সুবিধাবঞ্চিতরা একটা চারা দেবে। তাই আমদের যাদের সামর্থ্য আছে, আসুন আমরা দুটি করে চারা দিই। একটা নিজের পক্ষ থেকে, আরেকটা সুবিধাবঞ্চিতদের পক্ষ থেকে।’

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.