Mon. Feb 17th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নাগরপুর ধুবড়িয়া সেফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 min read

 

নাগরপুর (টাঙ্গাইল) ;
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শতবর্ষীয় বিদ্যাপীঠ ধুবড়িয়া সেফাতুল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
২৭ জানুয়ারী ২০২০ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় মাঠে ১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
এ সময় তিনি বলেন, সুস্থ থাকতে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদক সন্ত্রাস থেকে দূরে থাকার অন্যতম প্রধান উপায় হল খেলাধুলা করা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এর সভাপতি সাহাবুল আলম দুলাল এর সভাপতিত্বে ও দিদার সিদ্দিকি এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, ব্যাংক এশিয়ার এসিভিপি জনাব মোঃ জিয়া আরেফিন, সমাজ সেবক মোছাঃ ফরিদা বেগম (টুলটুল)।
১০৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এর মধ্যে অংক দৌড়, বিস্কুট দৌড়, চেয়ার খেলা, মোরোগ লড়াই, উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, গান, নাচ, বিভিন্ন দৌড় সহ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন ছিল এতে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.