Mon. Nov 18th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশী শাহেদের কুলখানী অনুষ্ঠিত : ঘাতক এখনও গ্রেফতার হয়নি

নিউইয়র্ক: নিউইয়র্কের রিচমন্ড হিলে দুর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশী যুবক শাহেদ উদ্দিন (২৭) এর জানাযা গত ৪ সেপ্টেম্বর বুধবার বাদ এশা ওজনপার্কের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে অনুষ্ঠিত হয়। পরদিন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়। ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় তার বাবা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবরউদ্দিনের ব্রুকলীনের বাসায় কুলখানী অনুষ্ঠিত হয়। সে সময় জানানো হয় যে, শাহেদের ঘাতক এখনও গ্রেফতার হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, শাহেদের ঘাতক গ্রেফতারের জন্যে পুলিশ সাড়াশী অভিযান চালাচ্ছে।

 

নিহত শাহেদের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় শাহেদের তার লাশ নেয়া হয় লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে। সেখানেই তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, দুর্বৃত্তের গুলিতে ২ সেপ্টেম্বর সোমবার ভোররাত সাড়ে ৪টায় নিউইয়র্কের রিচমন্ড হিলে নিহত হন বাংলাদেশী যুবক শাহেদ উদ্দিন (২৭)।

 

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.