Wed. Nov 13th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নিউইয়র্কে সানিসাইড মুসলিম সেন্টারে কোরআন নাইট

নিউইয়র্ক : নিউইয়র্কে সানিসাইড মুসলিম সেন্টারের উইকইন্ড ইসলামিক স্কুলের উদ্যেগে গত ৭ সেপ্টেম্বর শনিবার মাগরিব থেকে ইশা পর্যন্ত অনুষ্ঠিত হলো কোরআন নাইট। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাইসেস্ট এরিয়ার প্রখ্যাত ক্বারী নজরুল ইসলাম। অনুষ্ঠান আবু সালেহ শোয়াইব এর উপস্থাপনায় কোর্ড অব ট্রাস্টির সদস্য পারভেজ রহমান। উইকইন্ড ইসলামী স্কুল সর্ম্পকে বক্তব্য রাখেন এবং সকল অভিভাবককে তাদের সন্তানদের স্কুলে আসার উৎসাহিত করার আহবান জানান। অনুষ্ঠানে যুগপৎ কোরআর তেলাওয়াত (সুরা নাবা) করেন নুরহান হামিদ ও নাকিব হামিদ। নাজিফা রহমান তেলাওয়াত করেন সুরা মূলক। কোরআন তেলাওয়াতে অংশগ্রহন করে নুসরাত জাহান এমি ও নিলমা জাহান, জোবায়ের হক, ডেবিন হক, আরইয়াম ও এহতেশাম।

 

 

আরফা নবীদের জীবনী হিসেবে হযরত সোলাইমান (আ:) এর জীবনী নিয়ে আলোচনা করে। রুহানী সুললিত কন্ঠে একটি হামদ পরিবেশন করে। ওমর ১০টি হাদিস মুখাস্ত বলে এবং আসির ১৬টি দোয়া মুখাস্ত উপস্থাপন করে। অনুষ্ঠানে উপস্থিত সকল ছেলেমেয়েদেরকে গিফ্ট ব্যাগ প্রদান করা হয়। রাতে ডিনার শেষে অনুষ্ঠােনের সমাপ্তি ঘটে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Developed By by Positive it USA.

Developed By Positive itUSA