Fri. Dec 13th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নিউইয়র্ক সিটিতে শুক্রবার পার্কিং মিটার বাতিল বিলে সবার সমর্থন প্রয়োজন : এটর্নী মঈন চৌধুরী

1 min read

নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় সকল মসজিদের কয়েক ব্লকের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং মিটার বাতিলের জন্য প্রেয়ার ইকুইলিটি শিরোনামে সম্প্রতি বিল (নং ১৬৩৪) উত্থাপন করা হয়েছে। বিলটি পাশ হলে নিউইয়র্ক সিটিতে জুম্মার নামাজের সময় সকল মসজিদের কয়েক ব্লকের মধ্যে পার্কিং টিকেট পাবার ভয় থাকবে না। বিলটি উত্থাপন করেন কাউন্সিলম্যান কষ্টা। গত ৩০ শে জুলাই মঙ্গলবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বিলটি সম্পর্কে এক আলোচনা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী ও জয় চৌধুরীর সঞ্চালনায় এতে কাউন্সিলম্যান কষ্টা সহ কমিউনিটির উল্লেখযোগ্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ তাদের ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন এবং বিলটি সময়োপযোগী করার আরো কিছু পরামর্শ দেন। বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, ল্যাপটেনেন্ট সামছুল হক, সার্জেন্ট আরশাদ, রাসেল কবির, মাজেদা উদ্দিন সহ মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক প্রমুখ।

এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে বলেন, এ বিলটি পাশ করতে হলে সিটি কাউন্সিলে অনেক কাউন্সিলম্যান ও কোস্পন্সর ও সমর্থন ভোটের প্রয়োজন হবে। তিনি ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ হিসাবে সকল ডেমোক্রেটিক কাউন্সিল্যাদের কাছ থেকে ভোট আদায়ের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি বলেন, মুসলমানদের অতি পরিচিত কাউন্সিলম্যানদের মধ্যে রয়েছে ডেনিয়েল ড্রম, প্রানসিসকো ময়া, ডনাবান রিচার্ড, জিমি ব্রেনব্রেমার, ররি ল্যান্সম্যান, রুবিন ডিয়াজ, ব্রেড লেনডার, রিকি টরেস, মার্ক জনাস, কেরেন কলকোয়েস, এন্ড্রিয়া এডামস, ডেরেক মিলার ও কমিটির প্রেসিডেন্ট এয়াডিনাস রডরিগার্স (এটর্নী মঈন চৌধুরীর বন্ধু) সহ অনেকে। এটর্নী মঈন চৌধুরী সবার পক্ষ থেকে নিজ নিজ কাউন্সিলম্যানদের বিল নং ১৬৩৪ এ সমর্থন জানানোর জন্য অনুরোধ জানাতে পরামর্শ দেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.