Mon. Jan 20th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

 নিউজারসিতে প্রাণের আমেজে প্রবাসী চট্টগ্রামবাসীর বনভোজন সম্পন্ন

1 min read

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-  

 যুক্তরাষ্ট্রের নিউজারসি প্রবাসী  চট্টগ্রামবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে গ্রীষ্মের জন্য,দীর্ঘ শীতের জীর্ণতা, নীরবতা কাটিয়ে প্রকৃতি যেমন  গ্রীষ্মে  নিজেকে মেলে ধরে, ঠিক তেমনি প্রবাসীরাও মেতে ওঠে বিভিন্ন আনন্দ আয়োজনে।

তারই ফলশ্রুতিতে নিউজারসি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী  চট্টগ্রামবাসীরাও মেতে উঠেছিল বনভোজনে,চট্টগ্রাম সমিতি নিউজারসি এর উদ্যোগে গত ২৩ জুলাই, মংগলবার আয়োজন করা হয়েছিল বনভোজনের

নিউজারসি অঙ্গরাজ্যের ওয়াশিংটন লেক পার্কে   অনুষ্ঠিত এই বনভোজনে নিউজারসিতে বসবাসরত প্রবাসী চট্টগ্রামবাসীরা  ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করে, সকাল থেকেই প্রবাসী চট্টগ্রামবাসীরা  দলে দলে প্রাকৃতিক রূপের  আধার  ওয়াশিংটন লেক পার্কের  বনভোজন স্পটে  সমবেত হতে থাকে।

বনভোজন স্পটের  প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়,দীর্ঘদিন পর প্রবাসী চট্টগ্রামবাসীরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত  হয়ে পড়ে, মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে,কেউ কেউ ঘুরে ঘুরে প্রকৃতির রূপসুধা পান করতে থাকে।এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার, দুপুর গড়াতেই পরিবেশিত হয়  দুপুরের খাবার।

হরেক পদের মুখরোচক বাংগালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে,বনভোজনে শিশু-কিশোর,পুরুষ ও মহিলাদের বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক  খেলাধূলার আয়োজন করা হয়, বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়, এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান

এতে সংগীত পরিবেশন করেন  প্রবাসের  জনপ্রিয় সংগীত শিল্পী নাদিয়া সুলতানা ও মনসুর চৌধুরী , তাদের সংগীত পরিবেশনার সাথে বনভোজনে আগতদের অনেকেই নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন,  সংগীত অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়,  চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরন করেন।

অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন বিপ্লব দাশ, নূর মোহাম্মদ  ,ফারুক তালুকদার,বিপ্লব দেব,কাজী লিটন,মো:ইকবাল,আজহারউদ্দিন ,সনজয় বিশ্বাস ,সুমন মজুমদার ,আমিন খান,কবির আহমদ,এম এ রহিম,কামালউদদীন,সিরাজুল ইসলাম,মো: জমির প্রমুখ ,বনভোজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুর রফিক,সৈয়দ মোঃ কাউসার,ফারুক তালুকদার প্রমুখ, বনভোজন আয়োজক কমিটির আহবায়ক  মোঃ বখতিয়ার তাঁর বক্তব্যে  বনভোজনে অংশগ্রহন করে তা সফল করায় প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়েছেন।

বনভোজনের সবশেষ  ইভেন্ট ছিল রেফল ড্র, আকর্ষণীয় পুরস্কারের সম্ভারে ‘রেফল ড্র’ বিজয়ীদের মাঝে চট্টগ্রাম সমিতির কর্মকর্তারা  পুরস্কার বিতরন করেন,  প্রবাসী চট্টগ্রামবাসীর এই বনভোজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীদের অংশগ্রহন ছিল বেশ লক্ষ্যণীয়,তাদের অংশগ্রহনে এই বনভোজন প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলায়

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.