Sun. Nov 17th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নিজ খরচে হজে গিয়ে রাস্তায় শুয়ে আছেন আইভরি কোস্টের প্রেসিডেন্ট

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলেসানে ওয়াতারা। এবার তিনি হজে গেছেন। তাকে এইভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলেসানে ওয়াতারা। এবার তিনি হজে গেছেন। তাকে এইভাবে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্র তাকে হজের খরচ দিতে চেয়েছিল তিনি নেন নাই।

 

সৌদি বাদশাহ তাকে অতিথি হিসাবে ট্রিট দিতে চেয়েছিলেন, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। উনি নিজের আয়ে, নিজের খরচে সাধারণ মানুষের মতো হজ করতে চেয়েছেন। আর সেটাই উনি করেছেন।

 

এই ছবিতে, তিনি তার সঙ্গী এবং তার জনগণ যারা নিজের টাকায় হজ সম্পন্ন করেছেন তাদের সাথে বিশ্রাম নিচ্ছেন।

 

আল্লাহ রাব্বুল উনার এবং উনার সহযোগীদের হজ কবুল করুন।

 

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.