Fri. Jan 17th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

নয়াসড়ক মসজিদের মিনার ধসে আহত দুই

1 min read

নগরীর নয়াসড়ক জামে মসজিদের প্রবেশপথের মিনার অপসারণকালে ধসে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ সময় একটি বিদ্যুতের পোলও হেলে পড়েছে সড়কে।  সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াসড়ক জামে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। এজন্য প্রবেশপথের মিনার অপসারণ করা হচ্ছে। সকালে সিটি কর্পোরেশনের একটি বুলডোজার তা অপসারণে কাজ করছিল।

 

তখন আকষ্মিকভাবে মিনারটি সড়কের দিকে ধসে পড়লে সড়ক দিয়ে যাতায়তকারী দুই মোটরসাইকেল আরোহী আহত হন। আহতদের তাক্ষণিক তাদের পাশ্ববর্তী উইমেন্স মেডিকেল পাঠানো হয়েছে।

 

এদিকে সড়কে ধ্বংস স্তুপ পড়ে থাকায় মীরবক্সটুলা-শাহীঈদগাহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর ৭’টি ইউনিট সেখানে পৌঁছে ধ্বংসস্তুপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

 

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে তিনি আহতদেরও দেখে এসেছেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.