প্রকাশিত:রবিবার, ২৩ ফেব্রু ২০২০ ০৭:০২
বাংলাদেশ দূতাবাস, প্যারিস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে সকালে দূতাবাসে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শ্রীমদ্ভগবতগীতা, ত্রিপিটকসহ বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে ভাষা শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব কাজী ইমতিয়াজ হোসেন তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ইউনেস্কো কর্তৃক এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণাকে ২১ শে ফেব্রুয়ারির আন্তর্জাতিকীকরণ বলে অভিহিত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এরপর রাষ্ট্রদূত ইউনেস্কো আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিক আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত ছাড়াও ইউনেস্কোর উপ-মহাপরিচালক (শিক্ষা) Ms Stefania Giannini, প্যারিসে নিযুক্ত তানজানিয়ার রাষ্টদূত Mr Samwel Shelukindo, Organisation internationale de la Francophonie এর ফরাসি ভাষা, সংস্কৃতি ও বৈচিত্র্য বিষয়ক পরিচালক Mr. Alexandre Wolff বক্তব্য রাখেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজনে ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য “Language without borders” – এর ভূয়সী প্রশংসা করেন এবং এ সময়োপযোগী প্রতিপাদ্য নিয়ে এ আয়োজন করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত একটি মনিপুরি সাংস্কৃতিক দল নৃত্য পরিবেশন করে এবং প্রশংসিত হয়। এরপর ইউনেস্কো দিনব্যাপি বিভিন্ন দেশের ভাষা বিশেষজ্ঞদের ও অংশগ্রহণে বিতর্ক এবং গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
বাংলাদেশ দূতাবাস, প্যারিস ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশন ইউনেস্কো সদর দপ্তরে ২৭ টি সদস্য রাষ্ট্রের সরাসরি অংশগ্রহণে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। শুরুতে ছিল ভাষা প্রদর্শনী। এ প্রদর্শনীতে বিভিন্ন দেশের ইউনেস্কোতে স্থায়ী মিশন সুদৃশ্য ব্যানার,পোস্টার, ডিজিটাল ব্যানার ইত্যাদির মাধ্যমে স্ব স্ব দেশের মাতৃভাষাকে তুলে ধরে। ইউনেস্কোর উপ-মহাপরিচালক (শিক্ষা) Ms Stefania Giannini এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে প্রায় চারশতাধিক দর্শকের উপস্থিতিতে নৃত্য-গীত-বাদ্যের মাধ্যমে বিভিন্ন দেশ নিজ নিজ ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য উপস্থাপন করে। অনুষ্ঠানের শুরুতে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ইউনেস্কোর মহাপরিচালক এর পক্ষে উপ-মহাপরিচালক (শিক্ষা) Ms Stefania Giannini এবং উপ-মহাপরিচালক (তথ্য ও যোগাযোগ) Mr. Moez Chakchouk বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ থেকে আগত মনিপুরি সাংস্কৃতিক প্রতিনিধি দলের রাসনৃত্য, মনিপুরি ছন্দে রবীন্দ্র নৃত্য ও মৃদঙ্গ বাংলাদেশের সাংস্কৃতিক ঐশ্বর্যকে তুলে ধরে। সাংস্কৃতিক আয়োজন শেষে ষোলটি সদস্য রাষ্ট্রের নিজস্ব রসনায় অতিথিদের আপ্যায়িত করা হয়।
ইউনেস্কোতে এ ধরণের ভিন্নধর্মী আয়োজনের জন্য উপস্থিত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিগণ, ইউনেস্কোর কর্মকর্তাবৃন্দ ও আগত অতিথিবৃন্দ আয়োজক হিসেবে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের ভূয়সী প্রশংসা করেন।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com