ফেসবুক বাদেও বিশ্বে রয়েছে জনপ্রিয় যত সামাজিক যোগাযোগ মাধ্যম
1 min read
সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া কি চলা যায়! অবসর সময় তো কাটে এতে ঘোরাফেরা করেই! সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া অবধি বিভিন্ন পোস্ট, ছবি, লাইক, কমেন্ট ও শেয়ার এগুলো তো চলছেই।
তবে আপনি কি ভাবছেন ফেসবুকের কথা বলছি? মোটেই নয়, ফেসবুক বাদেও আরো জনপ্রিয় কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। সেগুলো সম্পর্কে তবে আজ জেনে নিন-
ডিসকর্ড
ডিসকর্ডে ভিডিও চ্যাটিংও করা যায়
অনলাইনে গেম যারা খেলেন তাদের কাছে জনপ্রিয় এটি। এর মাধ্যমে একজন গেমার আরেকজনের সঙ্গে যোগাযোগ করে থাকে। এতে বন্ধুতালিকা বানানোর সুযোগও রয়েছে। স্ট্যাটিস্টা ডটকমের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ডিসকর্ডের মোট ব্যবহারকারীর সংখ্যা হলো ২৫০ মিলিয়ন, অর্থাৎ ২৫ কোটি।