Sun. Nov 17th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

বন্ধুর সঙ্গে বাজি, নদীতে ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ

1 min read

সিলেটে শুক্রবার বিকেলে দুই বন্ধুর সঙ্গে বাজি ধরে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণ নিখোঁজ রয়েছে।

 

নিখোঁজ আবদুস সামাদ নগরীর বাগবাড়ির শামসুল হকের ছেলে।

 

সামাদের বোন আমেনা বেগম জানান, শুক্রবার বিকেলে দুই বন্ধু মিলন ও অভির সঙ্গে নদীর পাড়ে যায় সামাদ। তখন বাজি ধরে শাহজালাল সেতু-৩ থেকে মিলন ও সামাদ নদীতে ঝাঁপ দেয়। মিলন সাঁতরে পাড়ে উঠলেও সামাদ উঠতে পারেনি।

 

জালালাবাদ থানার এসআই মহিউদ্দিন জানান, মিলনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে প্রবল স্রোত। তাই ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করতে পারছে না।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.