Wed. Apr 8th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

বাগেরহাটে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 min read

বাগেরহাট
বােেগরহাটে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বাগেরহাট জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় প্রাথমিকে কচুয়া উপজেলার আন্ধারমানিক প্রাথমিক বিদ্যালয় , মাধ্যমিকে সদর উপজেলার বিএসসি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ফকিরহাট উপজেলার ফজিলাতুন্নেছা মহিলা কলেজ প্রথম স্থান অধিকার করে।
বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির উদ্দিন, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলামসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.