Thu. Jan 23rd, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

মধুখালীতে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ধ্বংস

1 min read

মধুখালী (ফরিদপুর):
১৪ জানুয়ারী মঙ্গলবার ঃ ফরিদপুরের মধুখালীতে অলিম্পিক কোম্পানীর বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টায় মধুখালী প্রেসক্লাবের সামনে অলিম্পিক কোম্পানীর মধুখালী উপজেলা পরিবেশক মেসার্স মা মণি ট্রেডার্স এর বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ অলিম্পিক কোম্পানীর বিস্কুট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । যার বাজার মুল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা বলে দাবি করেন খুলনা অঞ্চল সেলস ম্যানেজার মো. রুহিচ মুন্সি।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর রিজিওনাল ম্যানেজার মো. বজলুল হক , মেসার্স মা মণি ট্রেডার্স এর স্বাতাধীকারী মো. বাবলু মুন্সি,স্থানীয় সাংবাদিক ও জনসাধারন,
খুলনা অঞ্চল সেলস ম্যানেজার মো. রুহিচ মুন্সি জানান কোম্পানী প্রতি ৩ মাস অন্তর অন্তর সারা দেশেই এ মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে ধ্বংস করে, যা বাজার মুল্য প্রায় ৯ কোটি টাকা । মেয়াদ উত্তীর্ণ বিস্কুট পুড়িয়ে নিরাপদ স্বাস্থ্য রক্ষায়ই কোম্পানী মুল লক্ষ্য ।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.