Sat. Jul 20th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

মন্ত্রীর কাছে ‘টিভি সিটি’র প্রস্তাব

1 min read

টেলিভিশনের নাটক-টেলিফিল্মের জন্য টিভি সিটির নির্মাণের প্রস্তাব দিলো অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। গতকাল মহাখালী বিআরটিএ-এর নতুন ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম উপস্থিত ছিলেন। শহীদুল আলম সাচ্চু বলেন, এটা মূলত আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা এর আগেও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। পর্যায়ক্রমে আমরা তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই।’ আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে এ অভিনেতা বলেন, টিভি নাটকে এখন অনেক ধরনের সংকট চলছে। আমরাও ভালো অভিনয় করছি না। আবার প্রচারের নানা সমস্যা রয়েছে।

 

এগুলো নিয়েই আলোচনা। এছাড়া আমরা চাই, একটা টিভি সিটি তৈরি হোক। মন্ত্রী মহোদয় জানিয়েছেন, তারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। কোথায় জায়গা পাওয়ায়, তাও খোঁজ খবর নেবেন। আশ্বাস দিয়েছেন, টিভি নাটকের জন্য ভালো কিছু কাজের পাশে তিনি থাকবেন। হয়তো সরকারের এ মেয়াদে টিভি সিটি শুরু হবে না। কিন্তু পরবর্তী সময়ে এটি অবশ্যই সম্ভব।’ সড়ক ও সেতু ভবনে এই আলোচনাটি হয় গতকাল দুপুরে। এতে আরো উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, কেরামত মাওলা, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, মাহফুজ আহমেদ, আহসানুল হক মিনু, চিত্রলেখা গুহ, মনিরা ইউসুফ মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, লুৎফর রহমান জর্জ, নাজনীন হাসান চুমকী, অপি করিম, গোলাম ফারিয়া ছন্দা, তানভীন সুইটি, শামীমা তুষ্টি, সুজাত শিমুলসহ অনেকে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Developed By by Mediaitbd.com.

Developed By Mediait