Fri. Dec 13th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

মা বাবা তথা পরিবারের একমাত্র বেচে থাকার অবলম্বন হাফিজ হেলালের চিকিৎসার শেষাংশে সাহায্য করুন

1 min read

হাফিজ হেলাল । মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার অন্যতম একজন সমাজকর্মী, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া পৌর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও আরবী শিক্ষক।  পায়ুপথের জটিল একরোগে আক্রান্ত হলে তার দেহে  দুরারোগ্য ক্যান্সারে  বাসা বাদে। তাই সে শারীরিকভাবে ও মানসিকভাবে ভেঙ্গে পড়ে । নিম্নবিত্ত পরিবারের অসহায় মা বাবার একমাত্র পুত্রসন্তান হাফিজ হেলালের জন্য ইউরোপ, আমেরিকা, বৃটেন, মধ্যপ্রাচ্য প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কয়েকবছর যাবত তার চিকিৎসা ভারতে চলছে। চিকিৎসার শেষ অংশ এখন নিকটবর্তী এ অবস্থায় বিপুল পরিমান অর্থের প্রয়োজন এই অর্থ দরিদ্র অসহায় হাফিজ হেলালের পরিবারের পক্ষে জোগাড় করা  সম্ভব নয়, তাই চিকিৎসার শেষ অংশে তাকে সহযোগীতার জন্য বিত্ত বান সকলের কাছ  আহবান জানাচ্ছেন হাফিজ হেলাল এর মা বাবা ও চিকিৎসা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। আপনাদের এই দানে বাচবে একটি পরিবার বাচবে এক জন কোর আনে হাফেজ।

 

প্রয়োজনে

হাঃ হেলাল আহমেদ এর নাম্ভার ০১৭১২৪০৩১৮১

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.