Tue. Apr 7th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

মুজিব বাঙালীর সোনার খনি

1 min read

 

জাহাঙ্গীর হোসেন জুয়েল ভেড়ামারা (কুষ্টিয়া) :
মুজিব বাঙালীর সোনার খনি বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।
হাসানুল হক ইনু এমপি বলেন, মুজিব বাঙালী জাতীর চিরায়ত দর্শন-আর্দশ-নৈতিকতা-সংস্কৃতি ও সংগ্রামের সোনার খনি। মুজিব বর্ষে মুজিব নামের সোনার খনি খুঁড়ে মুজিবাদর্শকে বের করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উজ্জিবীত করতে হবে সেই আলোকে। মুজিব বর্ষে মুজিবের আর্দশ জানতে হবে জাতীয় চেতনার জাতীয় পূর্র্ণজাগরণের জন্য।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় বিদ্যালয় পরিচালনা পরষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ , জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
জাসদ সভাপতি ইনু আরো বলেন, মুজিব বর্ষে মুজিবের আর্দশ জানতে হবে জাতীয় চেতনার জাতীয় পূর্র্ণজাগরণের জন্য। এছাড়াও তিনি ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র কর্ণার উদ্বোধন করেন।
এর আগে হাসানুল হক ইনু ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার কাজের উদ্বোধন করেন ।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.