Sat. Apr 4th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

ময়মনসিংহ নেত্রকোনা রুটে ৯ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

1 min read

মুহাম্মদ আলমগীর কবীর, (ময়মনসিংহ)
বুধবার রাত দশটার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ময়মনসিংহ জেলার গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হওয়ার প্রায় নয় ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটির তিনটি বগি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে লাইনচ্যুত হয়। ট্রেনটি স্টেশনে প্রবেশ পথে ইঞ্জিন ও একটি বগি পরের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-গৌরীপুর, গৌরীপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ভৈরব থেকে ঢাকাগামী ঈশাখাঁ এক্সপ্রেস ও মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন। বৃহস্পতিবার সকালে লাইন মেরামত শেষ হলে ট্রেন চলাচল ফের শুরু হয়। তবে দীর্ঘ সময় রেল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
গৌরীপুর স্টেশনের মাস্টার আব্দুর রশিদ ট্রেন চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.