Sat. Mar 28th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

যশোরের সাগরদাঁড়িতে আগামীকাল সপ্তাহব্যাপী মধু মেলার উদ্ধোদন

1 min read

বেনাপোল :
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী।
মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, ২২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি সপ্তাহব্যাপী মধু মেলা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় মেলার শুভ উদ্বোধন করবেন সংষ্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মধু মেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি,ইসমাত আরা সাদেক এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, নাসির উদ্দিন এমপি, কাজী নাবিল আহম্মেদ এমপি, রনজিৎ কুমার রায় এমপি, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, আওয়ামী লীগের যশোর জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও যশোর সদর উপজেরা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, বীর মুক্তিযোদ্ধা ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম ও কেশবপুর পৌরসভার মেয়র রফিকুর ইসলাম।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.