Thu. Apr 2nd, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

যুক্তরাষ্ট্রে ২ পুলিশকে গুলি করে হত্যা

1 min read

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। হাওয়াই নিউজ নাউ জানিয়েছে, ঐ হামলাকারী একটি বাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ’র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রত্যক্ষদর্শী হাওয়াই নিউজ নাউকে জানান, তিনি অন্তত ২০ টি গুলির শব্দ শুনেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐ হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রবিবার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশের ধারণা করছে, ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

 

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.