Tue. Apr 7th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

লক্ষীপুরে বিশ্ব জাকের মঞ্জিল উরশ শরীফের র‌্যালী

1 min read

 

তাবারক হোসেন আজাদ,লক্ষ্মীপুরঃ
আগামী ১৫,১৬,১৭ ও ১৮ তারিখে ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের উরশ শরিফ ২০২০ উপলক্ষে লক্ষ্মীপুরে মিশন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দাওয়াতী কার্যক্রমের অংশ হিসেবে এই মিশন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার রাতে লক্ষ্মীপুর শহরের পৌর টাউন হলে বিশ্ব জাকের মঞ্জিলের জেলা কর্মী গ্রুপ আয়োজিত অনুষ্ঠানে মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সদস্য আলহাজ্ব শরীফ আহম্মেদ। এসময় উপস্থিত নারী-পুরুষ জাকেরানরা হালকায়ে জিকির শেষে টাউন হল থেকে র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সহকারী মিশন প্রধান ও চট্টগ্রাম বিভাগীয় কর্মী গ্রুপের সমন্বয়ক আলহাজ্ব কাজী মোঃ জামসেদ কবির বাক্কি বিল্লাহ’র সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কর্মী প্রধান শহিদুল্লাহ, মিশন সদস্য আবু ইউসুফ, শহীদ উল্ল্যাহ বাবু, আনোয়ার হোসেন ঢালীসহ অনেকে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.