প্রকাশিত:বুধবার, ২৫ নভে ২০২০ ০২:১১
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর সঙ্গে আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদের নামও রয়েছে। মঙ্গলবার নেতানিয়াহুর অফিসের বরাত দিয়ে ইসরেল সংবাদমাধ্যমগুলোতে এমনটি বলা হয়েছে।
এ বছরই ইসরাইলে স্বীকৃতি দিয়েছে আরব আমিরাত। যা পুরো আরব বিশ্বকে হতবাক করে দেয়।
জানা গেছে, শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহু এবং মোহাম্মেদ বিন জায়েদের নাম প্রস্তাব করেছে নোবেল জয়ী লর্ড ডেভিড ট্রিম্বল। নর্দার্ন আয়ারল্যান্ডে সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধান করায় ১৯৯৮ সালে শান্তিতে নোবেল পান ট্রিম্বল।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া হয়। ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্য সাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। এগুলো হল- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এ সব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়।
Head Office :
2152 – B, Westchester Ave,
Bronx, New York 10462
United States Of America.
Tel : 347 656 4623 (News), 718 823 7535 (Office), 929 261 8340 (CEO), 718 823 7538 (Fax).
Email :
report.banglanewsus@gmail.com (News),
riyahdahad@banglanewsus.com (Editorial)
info@banglanewsus.com (Advertisement)
ceo@banglanewsus.com (Event And Others).
First Fully Online Daily For The Worldwide
South Asian Community Jointly Published From
United States Of America, Great Britain
And Canada On Be-Half Of
POSITIVE INTERNATIONAL INC
@ 2014-2020
Developed BY : positiveitusa.com
Design and developed by positiveitusa.com