Wed. Apr 8th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

শীতের দখলে বসন্তের সকাল

1 min read

নাগেশ্বরী (কুড়িগ্রাম):
আজ বসন্তের মন ভাল নেই। কথা ছিল বসন্তের সকালে সেই পাখি ডাকা ভোরে পূবের আকাশে সূর্য উঠবে লাল টুকটুকে সদ্যজাত শিশুর মত ফাগুনের উষ্ণ হাওয়ায় কিন্তু তা হয়নি! শীতের শুষ্ক হাওয়া আর জুবুথুবু ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে বসন্তের সকাল। তখন দশটা পেড়িয়ে তেত্রিশ মিনিট,তখনো মেলেনি সূর্য্যরে দেখা,গুমোট ঘন আর সাদা ভেপসা কুয়াশায় ঢাকা ছিল বসন্তের চারদিক। শিমুলের লাল টুকটুকে ফুলগুরো যেন তার পাপড়ী খুলতে পারছিল না চলে যাওয়া শীতের রেখে যাওয়া কুয়াশা আর শিশিরের ভারে। ঋতু বৈচিত্রে এদেশে প্রকৃতিতে বসন্তের আগমণে শীত বিদায়ের কথা থাকলেও যেন কথা রাখেনি শীত,যেন এখনো তার বৈচিত্র বৈশিষ্ঠ নিয়ে স্ব-গর্বে বিরাজ করছে বসন্তের বুকে। তাই বসন্তের মন ভাল নেই। মন ভাল নেই বসন্ত প্রেমী মানুষ জীবন বৈচিত্রের। তাই বসন্তেও ঠান্ডা নিবাড়নে শীতের কাপড় জড়িয়ে কাজ কর্ম করতে হচ্ছে স্থানীয়দের। সরেজমিনে নাগেশ্বরী কচাকাটা,কেদার,বল্লভেরখাস ও বলদিয়ার অনেক স্থানেই এ বোরো মৌসুমে অনেককেই শীতের কাপড় জড়িয়ে মাঠে কাজ করতে দেখা গেছে। জানতে চাইলে ভ্যান চালক আব্দুর রহিম বলেন, কোন্ জামানা এলোরে ভাই-ফাগুন মাসেও যে এত ঠান্ডা কুয়াশা তা আগে দেখি নাই, ঠান্ডা দেখে মনে হয় যেন এখনো পৌষ মাস শেষ হয় নাই।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.