Wed. Feb 19th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে – ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান

1 min read

 

ফেনী প্রতিনিধি, ২৬ জানুয়ারী ২০২০
ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। মানুষের এখন আর অভাব নেই। সকলের মুখে হাসি ফুটেছে। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সংখ্যক অগ্রগতি হয়েছে। দেশের অগ্রগতির এধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। গতকাল রোববার সকালে ২০২০ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইসলামীয়া আলীম মাদ্রাসা আয়োজিত দোয়া ও সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রাজাপুর ইউপি চেয়ারম্যান আ.ন.ম কাশেদুল হক বাবরের সভাপতিত্বে দোয়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী। এছাড়া বক্তব্য রাখেন রাজাপুর পাবলিক স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুল হক, আওয়ামী লীগ নেতা শাহিদুল হক আরিফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো: কামাল হোসেন, মোজাহিদুল ইসলাম সেলিম, মাদ্রাসার শিক্ষক নেছার উদ্দিন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিন্দুরপুর মাদ্রাসার সুপার মাও. মাহবুবুল হক।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.