Mon. Jan 20th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সবার লক্ষ্যস্থল আলীয়া মাদরাসা

1 min read

আজ অনুষ্ঠিত হচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এই সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। কিন্তু সকাল ১০ বাজার আগেই নগরীতে খন্ড খন্ড মিছিল লক্ষ করা গেছে। মিছিল থেকে জয় বাংলা শ্লোগানের সাথে দলীয় প্রার্থীদের নাম উচ্চারণ করে প্রতিটি মিছিল এগুচ্ছে চৌহাট্টা পয়েন্টের দিকে। সবারই লক্ষ্যস্থল নগরীর আলীয় মাদরাসা মাঠ।

বিভিন্ন রঙের টি-শার্ট, ব্যানার, ফেস্টুন হাতে, মুখে জয়বাংলা স্লোগানে মুখরিত পুরো চৌহাট্টা এলাকা। নিজেদের পছন্দের নেতাদের নামেও স্লোগান দিচ্ছেন। নগরীর বিভিন্ন সড়কগুলো থেকেও খণ্ড-খণ্ড মিছিল আসছে। বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা আসছেন।

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আব্দুর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, অধ্যাপক মো. রফিকুর রহমান প্রমুখ।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.