Mon. Apr 6th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সাঁথিয়ায় ব্যতিক্রমী প্রাক-প্রাথমিক শিশুবরণ উৎসব

1 min read

 

সাঁথিয়া (পাবনা) ঃ
পাবনার সাঁথিয়ায় ব্যতিক্রমী অনুুষ্ঠানের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিশুবরণ ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবারে সাঁথিয়া পৌরসভাধীন শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। কর্মসুচির মধ্যে ছিল প্রাক-প্রাথমিক শিশু শির্ক্ষার্থীদের ফুলদিয়ে বরণ, কেককাটা, এ দেশের প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ানো, রং বেরঙের বেলুন ওড়ানো, শিশুদের নাচ-গানসহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ২০১৬ সালে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রিপনের উদ্যোগে এসব কর্মসূচি নেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আঃ খালেক লাল মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। এই ধরনের ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিশুদের বরণ করে নেয়ায় প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.