Thu. Feb 27th, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

1 min read
 আটলান্টিক  সিটি থেকে সুব্রত চৌধুরী –
গত আট জুলাই,সোমবার সন্ধ্যায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের ডাইরেক্টর জেনারেল জনাব আজিজুর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হাবিবুর রহমান। ব্যক্তিগত সফরে তাঁরা আটলান্টিক সিটিতে আসলে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ নেতৃবৃনদ তাঁদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং মতবিনিময় করেন।
                          মতবিনিময় সভায় সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের  সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, সহসভাপতি  সাব্বির হোসেন ভূঁইয়া,আহসান হাবীব,আবদুল জামিল, যুগ্ম  সম্পাদক  শেখ শিমুল, এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক  শেখ সেলিম, রওশনউদদীন , উপদেষ্টা জাহাংগীর হোসেন ভূঁইয়া, সদস্য শহীদ খান,রেজাউল ইসলাম খালিদ,  শেখ সুলতানা  প্রমুখ উপস্থিত ছিলেন।
                   নৈশভোজের মাধ্যমে  মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.