Tue. Mar 31st, 2020

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সালমানের পারিশ্রমিক ২০০ কোটি!

1 min read

সুপারস্টার বলে কথা। বিগ বস সিজন ১৩’র জন্য ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি। ২০২০ সালের জানুয়ারি মাসেই শেষ হওয়ার কথা ছিল বিগ বস সিজন ১৩। কিন্তু আরও বেশ কয়েক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে এই রিয়েলিটি শোয়ের মেয়াদ।

 

বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানোয় সালমান খানও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ বিগ বস ১৩’র সঞ্চালনার জন্য প্রত্যেক সপ্তাহে ১৩ কোটি করে পারিশ্রমিক হাঁকিয়েছিলেন সালমান।

 

 

 

প্রত্যেক এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন তিনি। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। তার মানে দাঁড়ায় বিগ বস ১৩’র জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এরই অভিনেতা। যে খবর প্রকাশ্যে আসার পরই জোর চর্চা শুরু হয়েছে।

 

জানা যায়, বিগ বস ১৩’র মেয়াদ বাড়ানো হোক, তা আদেও চাইছিলেন না সালমান খান। দাবাং থ্রি এবং রাধের শুটিংয়ের শিডিউল নির্ধারিত হওয়ার জন্য তিনি বিগ বসের সঞ্চালনার জন্য সময় দিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন।

 

কিন্তু সংশ্লিষ্ট প্রোডাকশন থেকে সালমানকে বোঝানো হয় এবং বাড়িয়ে দেওয়া হয় তার পারিশ্রমিক।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Newsphere by AF themes.