Fri. Oct 18th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সিলেটে ‘মনফর বাহিনী’র প্রধান পিস্তলসহ গ্রেফতার

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও সন্ত্রাসী ‘মনফর বাহিনীর’ প্রধান মনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদের কালারুকা ইসলামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

মনফর আলীকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ছোরাসহ গ্রেফতার করা হয়েছে বলে সিলেটভিউকে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ।

 

জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম  জানান, মনফর আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশ অ্যাসল্টসহ ৯টি মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।

 

প্রসঙ্গত, জালালাবাদ থানা এলাকায় ‘মনফর বাহিনী’ ত্রাস হিসেবে পরিচিত বলে অভিযোগ আছে। এ বাহিনীর প্রধান মনফর আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। জালালাবাদে চেঙ্গেরখালে বালুর নৌকা থেকে চাঁদা আদায়ে অভিযুক্ত তিনি। এর আগে একাধিকবার মনফর আলী ও তার বাহিনীর সদস্য গ্রেফতার হন। তারপরও বিতর্কিত কর্মকাণ্ড বন্ধ হয়নি।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Developed By by Positive it USA.

Developed By Positive itUSA