Sun. Oct 20th, 2019

BANGLANEWSUS.COM

-ONLINE PORTAL

সিলেটে ১০ শতাংশ পরীক্ষার্থীর পুনঃনিরীক্ষণে আবেদন

ডেস্ক রিপোর্ট :: সিলেট বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে সন্তুষ্ঠ না হওয়ায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে ১০ শতাংশ পরীক্ষার্থী।

তাদের মধ্যে বেশিরভাগই গণিত বিষয়ের উপর পুনঃমূল্যায়ন চেয়েছেন। সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। ফলাফল ঘোষণার পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের শেষ দিন ছিল ১৩ মে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার সিলেট বোর্ডে  উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছে ১০ হাজার ৫৪১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশের বেশি। এটি রেকর্ড সংখ্যক আবেদন। এবার সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৩ হাজার ১৭১ জন এবং উত্তীর্ণ হয়েছে ৮০ হাজার ১৬২ জন।

গত ৬ মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আবেদনকারীরা ফল জানতে পারবেন আগামী ২ জুনের মধ্যে।

Copyright © Banglanewsus.com All rights reserved. | Developed By by Positive it USA.

Developed By Positive itUSA